ডাউনলোড পবিত্র কোরানের মহাশক্তিশালী ৩৩ আয়াত | Download 33 Ayat of Quran PDF

 


৩৩ আয়াত মূলত কোরানের শক্তিশালী ৩৩ টি আয়াত। এগুলি পবিত্র কোরানের শক্তিশালী আয়াত গুলির অন্যতম বলা যায়। এই আয়াত গুলি নিয়মিত পাঠ নিয়মিত করান পাঠের মতই বলা যায় তবে যেহেতু উক্ত আয়াতের কিছু বিশেষত্ব আছে তাই একে ৩৩ আয়াত বলা হয়। নিচে উপকারিতা, কিভাবে করতে হয় এবং আয়াত গুলি কি কি দেওয়া হয়েছে। 

আপনি পিডিএফ (pdf) আকারে ডাউনলোড করেও রাখতে পারেন লিঙ্ক নিচে দেওয়া আছে।


৩৩ আয়াত কিভাবে পড়তে/আমল করতে হয়ঃ

প্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়তে হবে। তারপর পড়তে হবে নিম্নলিখিত আয়াত সমূহ: সূরা বাকারাহ:১-৫ ও ২৫৫-২৫৭ ও ২৮৪-২৮৬, সূরা আ’রাফ:৫৪-৫৬, বনি ইসরাইল: ১১০-১১১, সাফফাত: ১-১১, আর রহমানঃ ৩৩-৩৫, হাশর:২১-২৪, সূরা জ্বীন: ১-৫ এবং শেষ করতে হবে ৪ কুল সূরা দিয়ে বা কাফিরুন,ইখলাস, ফালাক ও সূরা নাস পড়ে।


৩৩ আয়াত কিভাবে কাজ করেঃ

শয়তান জীন প্রতিনিয়ত আপনাকে জাদু করতে থাকে এবং সেই জাদু টিকিয়ে রাখার চেষ্টা করে। যখন ৩৩ আয়াত শুনবেন আল্লাহর তরফ থেকে রহমত চলে আসে, যা কোরানের অন্য আয়াত শুনলেও আসে এবং ফেরেস্তা আপনার শরীর পবিত্র করে দেয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু এই ৩৩ ট আয়াত খুব শক্তিশালী শয়তানের পক্ষে জাদু ধরে রাখা সম্ভব হয়না নষ্ট হয়ে যায়। এই ভাবে প্রতিনিয়ত শয়তান চেষ্টা করে বিফল হবে ইনশাআল্লাহ। এক সময় নিজেও বিরক্ত হয়ে ওই ব্যক্তির উপর থেকে অন্যত্র চলে যায় বা জাদু করা কমিয়ে দেয় তখন ওই ব্যক্তি সুস্থতা অনুভব করে। অনেক সময় ৩৩ আয়াত শুনার সময় মাথা ব্যাথা করে, বিরক্ত লাগে, রাগ হয় এটা যাদের উপর জাদু বেশি তাদের হয়। জিনের রোগিদের এই সমস্যা বেশি হয়। অনেক সময় শোনা শুরু করলেই জীন হাজির হয়ে যায় তবে এই অবস্থায়ও শোনানো উচিত। সংক্ষিপ্তভাবে এর বেশি বলা সম্ভব নয় বিষয়টা অদৃশ্য এবং অনেক বড় পুরোটা বোঝানো একটু কঠিন। তবে ১০০% কার্যকর ইনশাআল্লাহ। প্রতিদিন যে কোন সময় শুনুন পারলে একবার পড়ার চেষ্টা করবেন।




তেত্রিশ আয়াত বা আয়াতুল হিরয অথবা আয়াতুল হারব এর ফযীলতঃ

ইবনে নাজ্জার রহ. 'যাইলু তরিখি বাগদাদ' গ্রন্থে (৩/২৫৩-২৫৫) বর্ণনা করেছেন যে, ইবনে সিরীন রহ. বলেছেন, আমরা ‘নাহরে তাইরী’তে অবতরণ করলাম। সেখানকার লোকেরা আমাদেরকে বলল, তোমরা চলে যাও কেননা এখানে যারাই অবস্থান করেছে তাদের মাল ছিনিয়ে নেয়া হয়েছে। আমার সকল সাথী চলে গেল। কিন্তু আমি হযরত ইবনে উমর রা. এর সূত্রে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হাদীসটির কারণে থেকে গেলাম। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা তেত্রিশ আয়াত পড়বে তাকে কোনো হিংস্র জন্তু অথবা আগন্তুক চোর ক্ষতি করতে পারবে না। আর সকাল পর্যন্ত তাকে এবং তার পরিবার-পরিজন এবং তার মালকে রক্ষা করা হবে। রাতের বেলা আমি ঘুমালাম না। আমি দেখতে পেলাম, তারা ত্রিশ বারেরও বেশি তলোয়ার খাপমুক্ত করে এসেছে কিন্তু আমার কাছে পৌঁছতে পারে নি। উপরে হযরত ইবনে উমরা. থেকে যে হাদীস বর্ণিত হয়েছে সনদের বিচারে হাদীসটি দুর্বল। তবে ফযীলত বর্ণনার ক্ষেত্রে যেহেতু মুহাদ্দিসীনে কেরামের দিদ্ধান্ত অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে দুর্বল হাদীস গ্রহণযোগ্য। তাই উক্ত হাদীসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই। এছাড়া অভিজ্ঞতার আলোকেও এর অনেক উপকারিতা প্রত্যক্ষ করা গেছে। যেমন আমালে কোরআনী গ্রন্থে আছে এগুলো যথারীত পাঠ করলে যাদু-টুনা, ভূত, দেও-দানব, চুর-ডাকাত, এবং সকল প্রকার আপদ-বিপদ দূর হবে ইনশাআল্লাহ।

বাংলা নতুন ফুড রেসিপি ভিজিট করুন www.FoodingBD.com | ইসলামিক বিষয়ে ভিজিট www.IslamBangla.Com


Search Keywords:

manzil 33 ayat pdf 33 ayat manzil pdf bangla 33 ayat of quran pdf powerful 33 ayat 33 ayat manzil mp3 download 33 ayat ruqyah 33 ayat list bangla 33 ayat manzil benefits beautiful recitation of 33 ayat 33 ayat recitation by Abu Rayhan 33 ayat doa jin jadu theke muktir ayat jiner somossa theke mukti রুকাইয়া ৩৩ আয়াত ৩৩ আয়াত ডাউনলোড ৩৩ আয়াত pdf ৩৩ আয়াত পড়ার নিয়ম ৩৩ আয়াত লিস্ট ৩৩ আয়াত অডিও ৩৩ আয়াত বাংলা উচ্চারণ ৩৩ আয়াত বাংলা উচ্চারণ pdf, 33 ayat Manzil Doa PDF Download, ৩৩ আয়াত কিভাবে কাজ করে, 33 ayat kivabe kaj kore, how 33 ayat works, ৩৩ আয়াত গুলি কি কি, ৩৩ আয়াত কোন কোন সুরার আয়াত, ৩৩ আয়াত সমূহ বাংলায়, 33 ayat guli ki ki, 33 ayat kon kon surar ayat, 33 ayat sura names,


Powered by Blogger.